English

22 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

বড়লেখা সদর ইউনিয়নে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

- Advertisements -

মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট সাশ্রয়ী মুল্যে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে।

রোববার (২০ মার্চ) দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

তারই ধারাবাহিকতায় আজ বড়লেখা সদর ইউনিয়নের ২৮০ জন উপকারভোগীর পরিবারের মধ্যে প্রথম ধাপে সাশ্রমী মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিক্রয় করা হয়েছে। উপকারভোগী প্রতিজনকে ৪৬০ টাকায় ২ লিটার সয়াবিন, ২ কেজি ডাল এবং ২ কেজি করে চিনি দেওয়া হচ্ছে। পণ্যসামগ্রী কিনতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

এসময় সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর ইউপির চেয়ারম্যান প্যানেল-১ কবির উদ্দীন, ইউপি সচিব তানজিব ইসলামসহ সকল ইউপি সদস্য-সদস্যা বৃন্দ।

উল্লেখ্য, ৬’নং সদর ইউনিয়ন চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর (NILG) ৩ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করার কারণে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনে উপস্থিত হতে পারেননি তবে তিনি বড়লেখা সদর ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন