মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত নিহত পরিবারে নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে শীত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার, শনিবার (২৯,৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনায় আহত-নিহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শীত উপহার সামগ্রী প্রদান করে।
সড়ক দুর্ঘটনায় আহত নিহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শীত উপহার সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম মার্জান, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আব্দুল আজিজ, সিরাজুল ইসলাম শিরুল, নূর আলম মোহন, শুভাকাঙ্ক্ষী ব্যাংক কর্মকর্তা মারুফ হোসাইন, অপুজিত দাস, শাব্বির আহমদ সহপ্রমুখ।