English

16 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

বড়লেখায় নিসচা উপজেলা শাখার পরিচয়পত্র হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান

- Advertisements -

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজলা শাখার পরিচয়পত্র হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) বেলা ২ ঘটিকার সময় বড়লেখা পৌরসভা হলরুমে পরিচয়পত্র হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান ও সিরাজুল ইসলাম শিরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নিসচা উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নিসচা উপদেষ্টা রাহেনা বেগম হাছনা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিসচা উপদেষ্টা আব্দুল আহাদ, নিসচা উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, বড়লেখা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও নিসচা উপজেলা শাখার প্রধান পৃষ্টপোষক এ কে এম শফিউল আলম, নিসচা সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, নিসচা সিলেট মহানগরের সাবেক সদস্য আব্দুল হাসিব, সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক এ কে রহিম সাবলু, নিসচা জুড়ী উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, সদস্য সিরাজুল ইসলাম জসিম, ব্যবসায়ী মুরাদ আহমদ, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিসচা পৃষ্ঠপোষক মোঃ নাজিম উদ্দিন, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নিসচা পৃষ্টপোষক মোঃ জাকির হোসেন, নাট্যজন ও নিসচা পৃষ্টপোষক তপন চৌধুরী, বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক ও নিসচা পৃষ্টপোষক তারেক আহমদ, শিক্ষক মোঃ তারেক হাসনাত, নাট্যজন ও নিসচা পৃষ্টপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, পৃষ্টপোষক ও ব্যবসায়ী কবির হোসেন, ফয়েজ আহমদ, আতিকুর রহমান, বাকের আহমদ, বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আজিম মোহাম্মদ সহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা উপজেলা সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কেফায়েত উল্লাহ, রাকিবুল হাসাম, রেদওয়ান আহমদ, সাব্বির আহমদ, হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিন, আছাদ আল মাহাদী, ছারওয়ার আলম, ওলিউর রহমান, নিরঞ্জন দেবনাথ নিলু, মো. ছায়েদ হোসেন, আবু বকর, মোঃ দেলোয়ার, রাসেল আহমদ মাছুম, জাকারিয়া প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানের সূচনালগ্নে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা মাছুম আহমদ।

উল্লেখ্য নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মুক্তাদির হোসেন মিসবাহ ও কার্যকরী কমিটির যৌথ অর্থায়নে গুণীজন, উপদেষ্টা, পৃষপোষক ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন