বাংলাদেশের প্রশাসন, আপনার পাশে সর্বক্ষণ’ এই প্রতিপাদ্যকে লালন করে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন মৌলভীবাজারের উদ্যোগে ও উপজেলা প্রশাসন বড়লেখার আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় হাজিগঞ্জ বাজারে এবং মুজিববর্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত জনগণের মাঝে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী’র তত্বাবধানে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ ও জন-সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, বড়লেখা সদর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ উদ্দিনসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।