English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বিজয় দিবসে নিসচা জুড়ী উপজেলা শাখার সচেতনতামূলক কর্মসূচি

- Advertisements -

বিজয় দিবসে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার লিফলেট বিতরণ উদ্বোধন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। নিসচা জুড়ী উপজেলা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মাসুক আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আনোয়ারুল ইসলাম পারুল, দুর্নীতি প্রতিরোধ কমিটি জুড়ী উপজেলা সভাপতি তাজুল ইসলাম তারামিয়া, জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মাহবুবুল ইসলাম কাজল,নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস কাজল, জাফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের দারা, জুড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জল প্রমুখ।
নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সদস্য সচিব আবুল হোসেন লিটন, মুহিবুর রহমান, মনিরুল ইসলাম, কাউছার আহমদ উজ্জ্বল, অমিত আল হাসান, সাইফুর রহমান, তাজুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতা করে তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজের রোভার স্কাউটের সদস্যরা।
ইউএনও বলেন, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন করা প্রয়োজন। চালক এবং যাত্রীরা যদি তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অবহিত থাকেন, সড়ক দূর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। নিসচা’র লিফলেট বিতরণ কার্যক্রমে’র ভূয়সী প্রশংসা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন