নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আন্দোলন সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৮ ঘটিকার সময় কাঠালতলী বাজারে চালক ও যাত্রীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
লিফলেট ও স্টিকার বিতরণকালে উপস্থিত ছিলেন কাঠালতলী সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান দুলাল,নিসচা বড়লেখা উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য রাসেল আহমদ, ব্যাংক কর্মকর্তা মারুফ হোসাইন সুমন,শুভাকাঙ্ক্ষী জাকির হোসেন সহ প্রমূখ।
উল্লেখ্য নিসচার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছিল। কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান,জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ,চালক ও যাত্রীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার ক্যাম্পেইন সহ নানাবিদ কর্মসূচি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন