চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে রাস্তা, ব্রীজ ও ড্রেন নির্মাণের জন্য স্বনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল এর সাথে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ(বেজা)র চুক্তি সম্পাদন অনুষ্ঠান বুধবার (২৫)আগস্ট সকাল ১১ ঘটিকায় ঢাকাস্হ বেজা’র সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
চুক্তি অনুযায়ী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ(বেজা) উক্ত কাজ সম্পাদনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবালকে ৮৭ কোটি ২৯ লাখ ৩১ হাজার ৩০৩ টাকা পরিশোধ করবেন।
চুক্তিপত্রে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা’র পক্ষে উপ সচিব মোস্তাফিজুর রহমান ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবালের পক্ষে প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ জামিল ইকবাল চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
উল্লেখ্য সিলেটের স্বনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল সুনামের সহিত সিলেট সহ সারা দেশে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ জামিল ইকবাল এনআরবি ব্যাংকের ভাইস-চেয়ারম্যানের ও দ্বায়িত্ব পালন করছেন।