ফ্রান্স সরকার কতৃক মহানবী হযরত মােহাম্মদ (সাঃ) কে কটাক্ষ করে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক ও বুল্লাবাজারে শান্তিপুর্ন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
কয়েক সহস্ৰাদিক মানুষের অংশগ্রহনে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সম্মিলিত তৌহিদী জনতার ব্যানারে লাখাই উপজেলার প্রানকেন্দ্র বুল্লাবাজারে বিক্ষোভ মিছিল বের হয়, বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপুর্ন সড়ক পদক্ষিন শেষে বুল্লা বাজার চৌঃ রাস্থায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সিংহগ্রাম ইয়াছিনীয়া মাদ্রাসার মােহতামিম মাওঃ সুহাইল আহম্মদের সভাপতিত্বে ও হাবিবুর রহমান আজনুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী মাসুকুর রহমান, মাওঃ মােহমাসিম বিল্লাহ, মাহমুদ হাসান প্রমুখ
সমাবেশে বক্তরা ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সাঃ)কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশের তীব্র প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে ফ্রান্সের প্রেসিডেন্টের বিচার দাবি এবং সরকাররের প্রতি দেশে ফ্রান্সের পন্য বর্জনের দাবী জানান।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন