মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে অংশগ্রহণ করে প্রথমবারেই বাজিমাত করলেন সমাজকর্মী তাসলিমা সুলতানা মনি। ৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চমক দেখান তিনি। তাঁর প্রাপ্ত ভোট ১০২৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেহানা পারভীন জবা ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪১ ভোট। তাসলিমা সুলতানা মনি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সাংবাদিক নাজমুল বারী সোহেলের সহধর্মিণী।
জানা যায়, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত কুলাউড়া পৌরসভার নির্বাচনে সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড থেকে প্রথমবারের মতো নারী কাউন্সিলর হিসেবে আনারস প্রতীক নিয়ে তাসলিমা সুলতানা মনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনোয়ারা বেগম ও সাবেক কাউন্সিলর মোছাম্মৎ রাজিয়া সুলতানা চৌধুরীকে পরাজিত করে বাজিমাত করেন। বর্তমান কাউন্সিলর আনোয়ারা বেগম বলপেন প্রতীক নিয়ে পান ৭৬৬ ভোট, সাবেক কাউন্সিলর রাজিয়া সুলতানা চৌধুরী অটোরিকশা প্রতীক নিয়ে পান ৫৪৭ ভোট, হুনুফা আক্তার টেলিফোন প্রতীকে পান ৩৪৬ ভোট ও হাওয়ারুন নেছা চশমা প্রতীক নিয়ে পান ২০৬ ভোট।
এদিকে পৌরসভার ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সুফিয়া বেগম চৌধুরী আনারস প্রতীক নিয়ে ১৫০৫ ভোট পেয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর রাবেয়া বেগম জবা ফুল নিয়ে পেয়েছেন ১৪৫০ ভোট। ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মোছাম্মৎ সুলতানা বেগম টেলিফোন প্রতীকে ১২৮০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর দিলারা বেগম দ্বিতল বাস প্রতীক নিয়ে পেয়েছেন ১২৩৮ ভোট।