English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

নিসচা ছাতক উপজেলা শাখার অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

- Advertisements -

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এ ব্যাপারে উপযুক্ত কর্তৃপক্ষের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে এ সচেতন করে তুলতে হবে। নিরাপদ সড়কের যে দাবি তা দল, মত নির্বিশেষে সকলেরই দাবি। এই দাবির সাথে আমরা সকলেই সম্পৃক্ত। এর সঙ্গে কোনো বিবেধের সুযোগ নেই। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমাদের সকলের কাজ করতে হবে। নিরাপদ সড়ক চাই (নিসচা) ছাতক উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

গতকাল শনিবার বিকেল ৪টায় গোবিন্দগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা শাখার আহবায়ক বিধান দে। ছায়াদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের যুক্তরাজ্য প্রবাসী নানু মিয়া, ছাতক সমিতির প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ছাতক সরকারি কলেজের প্রভাষক মো. আব্দুল হামিদ, নিসচা সুনামগঞ্জ জেলার সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি রুহুল ইসলাম পলাশ।

সভার শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন সদস্য সচিব পংকজ দত্ত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদস্য মো. খলিলুর রহমান, মো. আব্দুল বাছিত, মো. আবুবকর, মো. রিপন চন্দ্র দাশ, সালেহ আহমদ, কাওছার আহমদ, মো. ফয়জুল ইসলাম, মো. আরজু মিয়া, মো. জহির আলী, মো. আজিজুর রহমান,  আহমদ, মো. দিলোয়ার হোসেন, রঞ্জন কুমার চত্রবর্তী শাওন, হারান চন্দ্র দাস, মো. ইছুব আলী, মো. ছায়াদ মিয়া, মো. আবদুল হালিম শিপন, মো. খায়রুল আমিন, শংকর দত্ত, নিরঞ্জন দেবনাথ, নেপুর দাস প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন