এনআরবি ব্যাংক লিমিটেড ঢাকার তোপখানা রোড ও যাত্রাবাড়ীতে আরো দুইটি উপশাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার ৬ অক্টোবর ঢাকায় আনুষ্ঠানিকভাবে ব্যাংকের এই দুই উপ শাখার উদ্বোধন করেন এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন মাহমুদ শাহ, প্রধান পরামর্শক মোহাম্মদ আলী হোসেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর কবির, এনআরবি ব্যাংক লিমিটেডের রিটেইল ব্যাংকিং এর প্রধান অলী আহাদ চৌধুরী।
এসময় এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল ফিতা কেটে ব্যাংকের এই দুইটি উপ শাখার উদ্বোধন করেন।