সিলেটে বহুল আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার চার্জশিট( অভিযোগ )পত্র প্রদান করতে পারেনি পুলিশ।আসামিদের ডিএনএ রিপোর্ট প্রাপ্তির বিলম্বের কারণেই চার্জশিট প্রদান করা যাচ্ছে না বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে আনুষাঙ্গিক তদন্ত কাজ প্রায় চূড়ান্ত বলে জানান মামলা সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিএনএ রিপোর্ট হাতে পেলেই চার্জশীট প্রধান সম্পন্ন করবেন তদন্তকারী মামলার কর্মকর্তা এমন তথ্য সংশ্লিষ্টদের।
এদিকে গণধর্ষণ ঘটনার পর হাইকোর্ট, জাতীয় বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে গঠন করা হয় তিনটি তদন্ত কমিটি। প্রতিবেদন জমা দিয়েছে তিনটি কমিটিই। তবে এখনো প্রকাশ করা হয়নি কোন প্রতিবেদন।
তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক( তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে এখনো আসেনি ডিএনএ রিপোর্ট।ডিএনএ রিপোর্ট পেলেই প্রদান করা হবে চার্জশীট।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম বলেন, নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী এমন মামলার আসামিদের বিরুদ্ধে ৬০ দিনের মধ্যে চার্জশীট প্রদানের বিধান রয়েছে। চাঞ্চল্যকর এ মামলার ডিএনএ রিপোর্ট আসতে এতটা বিলম্ব মেনে নেওয়া যায় না।
এদিকে ধর্ষিতার স্বামী ও মামলার বাদী জানান, ধর্ষণের শিকার গৃহবধূর শারীরিক ক্ষত সেরে উঠলেও মানসিক আঘাত এখনও বিপর্যস্ত তিনি। ঘটনার ভয়াবহতা হয়তো সারা জীবনে বয়ে বেড়াতে হবে তাকে।তিনি দ্রুত সময়ের মধ্যে চার্জশীট প্রদান করে অপরাধীদের সর্বোচ্ছ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের টিলাগড় বালুচরে এমসি কলেজ ছাত্রাবাস গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ (২৫)। এই ঘটনার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয় দেশজুড়ে। মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ বিরোধী আইন সংশোধন করে সরকার।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন