টাকাসহ ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ সহ হারানো একটি মানিব্যাগ রোববার সিলেটের এয়ারপোর্ট এলাকায় হোটেল সুরমাবতী স্ন্যাক্স এ ভুল করে ফেলে যান প্রকৃত মালিক। উক্ত হোটেলের স্বত্বাধিকারী তরুণ কবি ও লেখক আজমল আহমদ তা পেয়ে প্রকৃত মালিক খুঁজতে থাকেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। মানি ব্যাগের ভেতর থেকে ভিজিটিং কার্ডে থাকা নাম্বারগুলোতে কল করে যাচাই-বাছাই করে খুঁজে পান প্রকৃত মালিক। ভোলাগঞ্জের শামছুল ইসলাম নামক ব্যক্তি হচ্ছেন প্রকৃত মালিক তার হাতে তুলে দেয়া হয় ১২,৭২০/- টাকা সহ সকল কাগজপত্র।
গতরাতে সিলেটের ভোলাগঞ্জ থেকে মাল নিয়ে ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে হোটেলে বিরতি দিতে গিয়ে ভুল করে ফেলে যান। আজ রাতে আবারও মালামাল নিয়ে ভোলাগঞ্জ থেকে কুমিল্লা যাওয়ার সময় হোটেল থেকে উঠে মানিব্যাগ এবং সকল কাগজপত্র গুলো বুঝে পান।