মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে পরিবহন শ্রমিক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে৷
মঙ্গলবার (২৬ এপ্রিল) জুড়ী উপজেলা চত্বরে দুই শতাধিক লোকজনের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, সহকারি কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান মো. আনফর আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, দুর্নীতি প্রতিরোধ কমিটি জুড়ী উপজেলা সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, বড়লেখা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক আব্দুর রব, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, নিসচা সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সহ সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত,নিসচা সহ সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসীম, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, কার্যকরী সদস্য আতিকুর রহমান বেলাল, ইকবাল খান, আবুল হোসেন খান, সাইফুজ্জামান শিপলু, এবাদুর রহমান, আতিকুর রহমান মানিক প্রমুখ।