মৌলভীবাজার জেলার জুড়ীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ মার্চ মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হোসেন লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার উপদেষ্টা তাজুল ইসলাম তারা মিয়া, মাহবুবুল ইসলাম কাজল, জুড়ী থানার এস আই আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নিসচা যুগ্ম আহবায়ক প্রভাষক লিটন রঞ্জন দত্ত, যুগ্ম আহবায়ক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সিরাজুল ইসলাম জসিম, মুহিবুর রহমান, মনিরুল ইসলাম, দেবদুলাল দাশ, রাজিব বৈদ্য রাজু, নুরুল ইসলাম, অমিত আল হাসান, সৌরভ দাস, রাজু দাস, পাপলু পাল, সাইফুর রহমান, এনামুল হক, আইনুল হক, আজিজুর রহমান খান, শামীম আহমেদ প্রমুখ।