‘জিনদের বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না’ এমন বক্তব্য দেওয়া মৌলভীবাজারে-২ (কুলাউড়া) আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী ব্যাপক ব্যবধানে হেরেছেন।
রোববার (৭ জানুয়ারি) বেসরকারি ফলাফলে ওই আসনের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী পেয়েছেন ৭২ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সফি আহমদ সলমান পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। এ ছাড়া আলোচিত প্রার্থী আসলাম হোসাইন রহমানী পেয়েছেন মাত্র ৩৬৬ ভোট।
এর আগে, নির্বাচনের আগের দিন (শনিবার) হোসাইন রহমানী বলেছিলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জিনরাও কাজ করবে। এজেন্টতো থাকবেই সঙ্গে জিনরাও খবরাখবর দিবে যে ভিতরে কোনো কারচুপি হচ্ছে কি না।
তিনি বলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। সুতরাং কেউ ভোট চুরি করতে পারবে না।