২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০ উপলক্ষে নিসচা সুনামগঞ্জ জেলা শাখার মাসব্যাপী জনসচেতনতা মূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১)অক্টোবর বিকাল ৩ টায় সুনামগঞ্জ আলফাত উদ্দিন স্কয়ার পয়েন্টের সামনে করোনাকালীন সময়ে চালক ও যাত্রীদের মধ্যে জনসচেতনতা বাড়ানোর জন্য মাস্ক বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মনসুর আলম তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মহিম তালুকদার, সাধারণ সম্পাদক কামরুল হাসান,আতিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক ফোয়াদ মনি তালুকদার, আইন বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা সম্পাদক আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আকমল হোসেন,সদস্য হিমেল তালুকদার, মাজহারুল ইসলাম ইমন,মানিক পুরকায়স্থ, আল ইমরান,নূর হোসেন, মুজাম্মেল হেসেন, সহ প্রমুখ।
এ সময় নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মহিম তালুকদার বলেন,পথচলার ক্ষেত্রে সচেতন হলে, উল্লেখযোগ্য সংখ্যক সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। আপনি সচেতন হয়ে পথ চললে, অন্য গাড়ি আপনাকে চাপা দিতে পারবে না। আপনি সচেতন হয়ে গাড়ি চালালে অন্য গাড়ি কিংবা পথচারীর সঙ্গে দুর্ঘটনায় জড়িয়ে পড়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে। তাই সচেতন হয়ে যাত্রী যানবাহনে চলাচল করলে ভ্রমণ শঙ্কাযুক্ত হয়ে উঠবে, সড়কে নরহত্যা হ্রাসে সচেতনতার বিকল্প নেই। আমরা আশা প্রকাশ করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে একদিন সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সুনামগঞ্জ জেলা শাখার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন