সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় আবারও ৫৮৫১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র জগ প্রতীকের আমিনুল ইসলাম রাবেল।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরপর দুই বার পরাজিত সাবেক মেয়র মোবাইল প্রতীকের জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৪৫৪৮ ভোট, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন পেয়েছেন ৪২২২ ভোট ও প্রথম বারের মত দলীয় মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন ১১৭৫ ভোট।
শনিবার ৩০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।