English

21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

ক্লিন সিলেট-গ্রীন সিলেট কার্যক্রমের উদ্বোধন করলেন সিসিক মেয়র

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে গ্রীন- ক্লিন – স্মার্ট সিলেট গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছেন সিলেট সিটি কর্পোরেশনে নব নির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।

শুক্রবার রাত ১১টায় নগরীর রিকাবিবাজার পয়েন্টে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরুর সময় তার সাথে ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্যবৃন্দ ও সিসিক’র কাউন্সিলরবৃন্দ।

এসময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আধ্যাত্মিক এই নগরীকে একটি পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে ‘গ্রিন -ক্লিন- স্মার্ট সিলেট’- শ্লোগান বাস্তবায়নে কাজ শুরু করেছি। এটি আমার অন্যতম প্রধান একটা নির্বাচনী প্রতিশ্রুতও। ইনশাল্লাহ নগরবাসীর সহযোগীতায় একে একে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

মেয়র বলেন, নগরীর পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সিসিক’র কর্মীরা কাজ করছে। যাতে তারা আরও ভালোভাবে কাজ করতে পারে সে ব্যাপারে আমরা তাদের সচেতন করছি। তাদের কাছ থেকে আগামীতে আরও ভালো ফল পাওয়া যাবে। আর আমি নিজেই বিষয়টি তদারকি করছি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন,তবে শুধু তাদের উপর নির্ভর করলে হবেনা। এ ব্যাপারে নগরবাসীকেও মূল্যবান অবদান রাখতে হবে। আমরা যাতে নিজের চারপাশটা পরিচ্ছন্ন রাখতে পারি, সে ব্যাপারে আমাদের প্রত্যেক কে আরও সচেতন হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, স্কটিশ পার্লামেন্টের সদস্য স্কটিশ ক্রস-পার্টি গ্রুপের লিডার এবং স্কটল্যান্ডের শ্যাডো মিনিস্টার ফর কালচার, ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এন্ড ইউরোপ ফয়সল চৌধুরী এমবিই, শ্যাডো কেবিনেট সেক্রেটারি ফর লোকাল গর্ভমেন্ট, হাউজিং এন্ড সোস্যাল জাস্টিস মাইলস ব্রিগস, স্কটিশ এমপি ইভিলিন টুইড, অভিবাসন ও ইমিগ্রেশন এক্সপার্ট ওয়ার্ক পারমিট ক্লাউডের ফাউন্ডার ব্যারিস্টার মোঃ লুৎফুর রহমান, স্কটিশ ক্রস-পার্টি গ্রুপের এডভাইজার এবং চ্যানেল এস এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ, অফিসিয়াল সেক্রেটারিয়েট জুনেদ হোসেইন চৌধুরী।

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, তৌফকুল হাদি,বিক্রম কর সম্রাট,একে লায়েক,তোফায়েল আহমদ শেপুল, রেজয়ান আগমদ,সায়াত আব্তুল্লাহ,মখলিছুর রহমান কামরান,আব্দির রকিব বাবলু,আব্তু মুহিত জাবেদ,এবিএম জিল্ল্ণুর রহমান উজ্জল,তাকবিরুল ইসলাম পিন্টু,রায়হান হোসেন,মে. মাজহারুল ইসলাম শাকিল,নাজমুল ইস্ররাম,রুহেল আহমদ। মহিলা কাউন্সিলরদের,নারগিস সুলতানা,হাজেরা বেগম,ফাতেমা বেগম।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন