দীর্ঘ ১৬ দিন পর করোনামুক্ত হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ইউএনও বর্ণালী পাল। দ্বিতীয় টেস্টে করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় কর্মস্থলে ফিরেছেন তিনি। সোমবার থেকে করছেন নিয়মিত অফিস।
দ্বিতীয় টেস্টের জন্যে ১ এপ্রিল রাতে নমুনা দিলে এর নেগেটিভ রিপোর্ট আসে গেল ৪ এপ্রিল রাতে। শরীরে জ্বর নিয়ে নমুনা দিলে গত ১৬ মার্চ করোনা শনাক্ত হয় তার। এরপর থেকে দীর্ঘ ১৬ দিন সরকারি বাস ভবনেই হোম আইসোলেশনে ছিলেন তিনি।
তিনি জানান, সৃষ্টিকর্তার কৃপায় ও সকলের আশির্বাদে করোনামুক্ত হয়েছি। যারা সাহস ও মনোবল যুগিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।