বাংলাদেশ বিমান, সিলেট অফিসের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। এসময় তারা আম্বরখানা-বিমানবন্দর সড়কও অবরোধ করে রাখেন। এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ এসে অবরোধ তুলে দিলেও তারা বিমান অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। বুধবার (১২) আগস্ট সকাল থেকেই সিলেটের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দুবাই প্রবাসীরা বিমান অফিসে ভিড় করতে থাকেন। এসময় বিমান অফিস কর্তৃপক্ষ আগামী ৩০ তারিখ পর্যন্ত বিমানের কোন সিট খালি নাই বললে বিক্ষোভ শুরু করেন প্রবাসীরা। প্রবাসীরা অভিযোগ করে বলছেন, করোনাভাইরাসের আগে রিটার্ন টিকেটসহ দেশে ফিরলেও বর্তমানে তারা আবার দুবাই ফিরতে পারছেন না। কারণ বিমান অফিস বলছে, আগামী ৩০ তারিখ পর্যন্ত কোন সিট খালি নেই। অথচ এজেন্সির মাধ্যমে গেলে বেশি টাকায়ও টিকেট মিলছে। বিমান অফিস, সিলেট জেলার ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, বাংলাদেশে বিমানের টিকিট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জড়ো হয়েছেন। আগামী ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই আসন খালি নেই।