মাহমুদ খান,মহানগর প্রতিনিধি: টানা চার দিন পর অবশেষে সিলেটে মাংস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে। রবিবার (১০ এপ্রিল) মধ্যরাতে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। আজ সোমবার (১১ এপ্রিল) থেকে সিলেট মহানগরীর মাংসের দোকানগুলো খুলবে।
মাংস ব্যবসায়ী নেতারা জানান, রবিবার সিলেট সিটি কর্পোরেশন মেয়রের সঙ্গে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতাদের বৈঠক শেষে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার ঘোষণা দেন।আগামী মঙ্গলবার (১২ এপ্রিল) সিলেট সিটি কর্পোরেশন থেকে নির্ধারণ করে দেওয়া হবে প্রতি কেজি গরু ও ছাগলের মাংসের দাম।
উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে জরুরি বৈঠকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। তাদের দাবি ছিল সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ সিলেট মহানগরী এলাকায় গরুর মাংস প্রতি কেজি ৬০০ ও ছাগলের মাংস প্রতি কেজি ৮৫০ টাকা নির্ধারিত করে দেওয়া হয়েছে। গরু বা ছাগল কিনা অনুযায়ী সিসিক নির্ধারিত দামে মাংস বিক্রি করলে মাংস ব্যবসায়ীদের অনেক লোকসান হয়।