জাতীয় ভোক্তা অধিকার সিলেট অফিসের কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সিলেটের প্রতিষ্ঠান কাইফা মশলা প্রোডাক্টস কোম্পানী কর্তৃপক্ষ। বিএসটিআই কর্তৃক অনুমোদিত “জুনেদ টাইগার” ব্র্যান্ডের মসলার কোন অনুমোদন নেই এবং এটি নকল বলে জরিমানা করেছেন সিলেট ভোক্তা অধিকারের সহকারী পরিচারক শ্যামল পুরকাস্থ। মিথ্যে অজুহাতে উদ্দেশ্য প্রনোদিত এই জরিমানার কারণে ব্যবসার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কাইফা মশলা প্রোডাক্টস কোম্পানী কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৫সেপ্টেম্বর) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলননে কোম্পানির আরএসএম মশিউর রহমান লিখিত বক্তব্যে এমন আশঙ্কার কথা তোলে ধরেন।
তিনি বলেন, সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিগত ২রা মার্চ ২০২১ইং তারিখে বাংলাদেশের একমাত্র পণ্যের মান নির্ণয়কারী প্রতিষ্ঠান (বিএসটিআই)কর্তৃক ৩৬.০৫.০০০০.০১২.৬১.১৩৯.২০নং স্মারকে সিএম লাইসেন্স নং এস-১৫২৮/জি-৬/২১,এস-১৫২৯/জি-৬২১,এস-১৫২৯/জি-৬/২১,এস-১৫৩০/জি-৬/২১ও এস-১৫৩১/জি-৬/২১ প্রাপ্ত অনুমোদন সাপেক্ষে মেসার্স কাইফা মসলা প্রোডাক্টস কোম্পানি অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।
অত্যন্ত দুঃখের বিষয় হলো, গত ৫সেপ্টেম্বর সিলেটের টুকের বাজারের বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচারক শ্যামল পুরকাস্থ অভিযান পরিচালনা করে কাইফা মশলা প্রোডাক্টস কোম্পানীর “জুনেদ টাইগার” ব্র্যান্ডের মসলাকে অনুমোদনহীনও মানহীন ভেজাল পণ্য বলে কয়েকটি দোকানে নগদ জরিমানা আদায় করেন এবং প্রচুর পরিমানের মসলা নষ্ট করেন। একই সাথে কাইফা মশলা প্রোডাক্টসের নামে মামলা রয়েছে বলে ভয়ভীতি প্রদর্শন করে উক্ত পণ্য বিক্রি না করতে নির্দেশ প্রদান করেন।
অথচ তাকে বিএসটিআই-এর অনুমোদনসহ অন্যান্য কাগজ পত্র দেখাতে চাইলে তিনি কর্ণপাত করেননি। এতে স্পস্টভাবে প্রতীয়মান হয় সিলেটের এই কাইফা মশলা প্রোডাক্টসের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে সুনামক্ষুন্ন করার লক্ষে অসাধু প্রতিদ্বন্দি ব্যবসায়ীর যোগসাজসে এমন অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, জাতীয় ভোক্তা অধিকার সিলেট অফিসের এই অবৈধ জরিমানা ও কর্মকান্ডের প্রতিকার চেয়ে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,ছিলেন মেসার্স কাইফা মসলা প্রোডাক্টস’র সত্ত্বাধিকারী মোঃ জুনেদ আহমদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল আলিম, সেলস রিপ্রেজেন্টার রাসেল আহমদ, সুহিনুর রহমান,জুসেদ আহমদ, মুরাদ আহমদ, আব্দুল আমিন।