সিলেট নগরীতে সিএনজিচালিত চলন্ত অটোরিকশায় হঠাৎ অগ্নিকাণ্ড হয়েছে। আজ সোমবার দুপুরে নগরীর মদিনা মার্কেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টুকেরবাজার এলাকা থেকে আম্বরখানায় যাওয়া পথে মদিনা মার্কেট এলাকার শাহজালালাল জামেয়ার পাশে আসামাত্র যাত্রীবাহী অটোরিকশায় আগুন লাগে।
চলন্ত অবস্থায় হঠাৎ করে অটোরিকশার ইঞ্জিনের দুটি লাইনের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড হয়। আগুন দেখেই চালক ও যাত্রীরা নেমে যাওয়ায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক মিনিটের মধ্যে আগুনে অটোরিকশায়টি ভস্মীভূত হয়।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসারে আগেই তা পুড়ে ছাই হয়ে যায়।