সিলেটের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শুক্রবার ২৯ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট এসে পৌঁছান।
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের আধুনিকায়ন কাজ পরিদর্শন সহ সিলেট নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড দুই মন্ত্রীকে ঘুরিয়ে দেখান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। যার মধ্যে রয়েছে সিলেট সিটি করপোরেশনের লালমাটিয়া ডাম্পিং ইয়ার্ড, বাস টার্মিনাল, মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতান, সুরমা নদীর তীরবর্তী সৌন্দর্য বর্ধন কার্যক্রম, হলদিছড়া, ধোপাদিঘী, মানিকপীর কবরস্থান, শাহী ঈদগাহসহ সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। এসময় সিলেটের উন্নয়ন দেখে মুগ্ধ হন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
সিলেটে এসে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের অংশ হিসেবে প্রথমেই উপশহরের মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতানের উদ্বোধন করেন দুই মন্ত্রী।