শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চার চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২০ সেটেম্বর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।
শ্রীমঙ্গল ৩নং সদর ইউপির দুই বারের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ এর ভানু লাল রায় (নৌকা মার্কা ),শ্রীমঙ্গল উপজেলা পরিষদের দুই বারের সাবেক ভাইস-চেয়ারম্যান প্রেম সাগর হাজরা (আনারস মার্কা ), শ্রীমঙ্গল ৩নং সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো: আফজল হক (ঘোড়া মার্কা ),জাতীয় পার্টির মো: মিজানুর রব (লাঙ্গল মার্কা ) এই নির্বাচন আগামী ৭ অষ্টোবর ২০২১ অনুষ্ঠিত হবে।
শ্রীমঙ্গল উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৯৬ ও মহিলা ভোটার ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।