English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ অনুষ্ঠিত

- Advertisements -

আমজাদ হোসেন রনি, শ্রীমঙ্গল: “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে ২৩ জুলাই হইতে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস সপ্তাহ ২০২২ ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে (২৪ জুলাই) রবিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে আলোচনা সভা শ্রীমঙ্গল উপজেলা মৎস দপ্তরের সিনিয়র মৎস অফিসার মোঃ ফারাজু কবিরের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির,শ্রীমঙ্গল উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন,ভুনবীর চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার,সদর চেয়ারম্যান দুধু মিয়া, রনেন্দ্র প্রশাদ বর্ধন জহর, বিজয় বুনার্জী,দেবাশীষ দেব রাখু উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান প্রমুখ।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭ দিনব্যাপী নানান কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর শ্রীমঙ্গল। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে, পুরো উপজেলায় মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা, সড়ক র‍্যালী,পোনা মাছ অবমুক্ত করণ, মৎস্য সেক্টরে বিভিন্ন কর্মসূচি এবং বর্তমান সরকারের অগ্রগতি তোলে ধরেন প্রধান অতিথি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন