English

22 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

শুক্রবার সিলেট বিভাগে ৩১ জনের করোনা পজেটিভ,২৪ ঘন্টায় মারা গেলেন আরো দুই জন

- Advertisements -

শুক্রবার (১৮) ডিসেম্বর সিলেট ওসমানী হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান শুক্রবার নমুনা পরিক্ষায় ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।আক্রান্ত ব্যাক্তির মধ্যে সিলেট জেলার ৬ জন ও মৌলভীবাজার জেলার ৩ জন বাসিন্দা রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ১৭০ টি নমুনা পরীক্ষায় ২২ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
শনাক্তদের সিলেট জেলার ৯ জন,সুনামগঞ্জ জেলার ২ জন,হবিগঞ্জ জেলার ৫ জন ও মৌলভীবাজার জেলার ৬ জন বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২০০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৮৯০ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৫০৪ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৯৪১ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮৬৫ জন।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে আরো দুই জনের মৃত্যু হয়েছে।তারা সিলেট জেলার বাসিন্দা। এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ২৫৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৫, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারে ২২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৫৭ জন করোনা মুক্ত হয়েছেন। এই নিয়ে সিলেট বিভাগের ১৪ হাজার ৫০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৮৩০১, সুনামগঞ্জে ২৪৪২, হবিগঞ্জে ১৫৮২, মৌলভীবাজারে ১৭২৫ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন