শনিবার(৮) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান শনিবার ২৮২ টি নমুনা পরিক্ষায় ৬১ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন।
শনাক্তদের মধ্যে সিলেটে জেলার ২৮ জন ও মৌলভীবাজার জেলার ৩৩ জন
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ১১২ টি নমুনা পরীক্ষায় ২৮ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ২৮ জন, সিলেট জেলার ১৫ জন ও হবিগঞ্জ জেলার ৮ জন ও সুনামগঞ্জ জেলার ৫ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৯১ জন।
সিলেট জেলায় ৪৬১৫ জন,সুনামগঞ্জ জেলার ১৬০৪ জন,মৌলভীবাজার জেলায় ১১২৪ জন,হবিগঞ্জ জেলায় ১২৬০ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১২, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া সিলেট বিভাগের ৩ হাজার ৮২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১১৬৯, সুনামগঞ্জে ১২১৯, হবিগঞ্জে ৮০৩, মৌলভীবাজারে ৬২৯ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন