মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মুদাচ্ছির বিন আলী মহোদয়ের সাথে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে নিসচার মতবিনিময় করা হয়। নিসচা বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অভিহিত করা হয়। এসময় বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যক্রম প্রশংসার দাবিদার এবং সকল কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও গুরুত্বপূর্ণ নির্দেশমূলক পরামর্শ প্রদান করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বড়লেখা ভূমি অফিসার জাহাঙ্গীর হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার পৃষ্ঠপোষক তপন চৌধুরী, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ সভাপতি মার্জানুল ইসলাম, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, আইন বিষয়ক সম্পাদক আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া সহ প্রমুখ।