মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নিরাপদ সড়ক নিয়ে একসাথে কাজ করার প্রত্যয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সাথে পরিবহন শ্রমিকদের এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ) রাত ৮ ঘটিকার সময় চান্দ্রগ্রাম সিএনজি পরিচালনা পরিষদের অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। চান্দগ্রাম সিএনজি পরিচালনা পরিষদের কার্যকরী কমিটির সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে ও নিসচা বড়লেখা উপজেলা সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার সিনিয়র ক্রীড়া ধারাভাষ্যকার নিসচা উপদেষ্টা ইকবাল হোসাইন, চান্দগ্রাম সিএনজি পরিচালনা পরিষদের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক আলম হোসেন, সাবেক ম্যানেজার ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক বিলাল আহমদ সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য মাওলানা মাছুম আহমদ, রমা কান্ত দাস, শুভাকাঙ্ক্ষী লিমন আহমদ সহ প্রমুখ।
সভায় পরিবহন শ্রমিকরা বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সড়ক দুর্ঘটনা রোধে যে অগ্রণী ভূমিকা পালন করছে তা প্রশংসার দাবিদার এবং সড়ক দুর্ঘটনা রোধে নিসচার সাথে নিজ নিজ অবস্থান থেকে কাজ ও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন