সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে সিলেট নগর। বুধবার (১৫)সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিদ্যুত চলে যায়।
বিদ্যুৎকেন্দ্রে ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট জোন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন।
তিনি জানান,হঠাৎ করে কুমারগাঁও বিদ্যুতকেন্দ্রে ত্রুটি দেয়া দেয়ার সিলেট নগরীর বেশিরভাগ এলাকা বিদ্যুতহীন হয়ে পড়েছে। তিনি বলেন আমরা চেষ্ঠা করছি দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করার। আশাকরি এক ঘণ্টার ভেতরে ফের বিদ্যুত সংযোগ চালু হবে।