শনিবার বিকালের দিকে সরকারী জায়গা ও ফুটপাত দখল করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আতালত পরিচালনা করছিলেন লাখাই সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যজিষ্ট্রেট ইয়াছিন আরাফাত রানা।
বিকাল গড়াচ্ছিল দাপ্তরিক কাজে, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছিল কনকনে শীত। এ অবস্থায় আকস্মিক স্থানীয় একটি বাজারে চোখে পড়ল অসহায় এক ফুটফুটে পথ শিশুর।
সাথে সাথে স্নেহ আর মমতা ভরা মন নিয়ে এগিয়ে আসলেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যজিষ্ট্রেট ইয়াছিন আরাফকত রানা। স্নেহের পরশে পথ শিশুটির ঘায়ে জড়িয়ে দিলেন শীত বস্ত্র। ততক্ষণে মিষ্টি হাসিতে আত্মহারা কোমল শিশুটি।
এসময় ইয়াছিন আরাফাত রানার মহনোবভতায় মুগ্ধ হলো পথচারী সহ প্রত্যক্ষদর্শীরা।