English

34 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
- Advertisement -

১৫ বছর, ০ ট্রফি: এবার কি বদলাবে কেইনের ভাগ্য?

- Advertisements -
টটেনহামে কাটিয়েছেন ১৪ বছরেরও বেশি সময়। হ্যারি কেইন যে ক্লাবে নিজেকে গড়ে তুলেছেন, যেখানে একের পর এক গোল করে নিজের নাম তুলেছেন উঁচুতে, সেই ক্লাবই গত বছর ছেড়েছিলেন অধরা শিরোপার স্বাদ পেতে। কিন্তু হায়! বায়ার্ন মিউনিখেও নিজের অভিষেক মৌসুমে শিরোপার সন্ধান মেলেনি কেইনের। মৌসুমে বায়ার্নও ছিল শিরোপাহীন।

তাই গোলের পর গোল করা কেইনকে ‘অভিশপ্ত’ আখ্যা দেন বায়ার্ন সমর্থকরা। অবশেষে ‘অভিশাপ’ ঘুচানোর দ্বারপ্রান্তে ইংলিশ এই ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দলে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ট্রফি উঁচিয়ে ধরতে আর মাত্র দুটি জয় থেকে দূরে হ্যারি কেইন।

জার্মান লিগে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন।

দুইয়ে থাকা লেভারকুসেন পিছিয়ে আট পয়েন্টে। পরের দুটি ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে বায়ার্ন। আর ২৬ এপ্রিল বায়ার্ন যদি নিজেদের ম্যাচ জিতে যায় এবং অন্য ম্যাচে অর্গসবার্গের কাছে লেভারকুসেন হেরে গেলে সেদিনই হতে পারে বায়ার্নের শিরোপা উৎসব। আর ট্রফি ছুঁয়ে দেখবেন কেইন।
টটেনহাম, বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড; যেখানেই খেলেছেন সেখানেই বারবার দূর থেকে ট্রফি দেখতে হয়েছে তাঁকে। ২০১৫ সালে লিগ কাপ ফাইনাল দিয়ে শুরু। চেলসির কাছে ২-০ গোলে হেরে যায় টটেনহাম। দুই বছর পর প্রিমিয়ার লিগে আশা জাগিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি স্পার্সরা। চেলসির পেছনে থেকে টটেনহাম লিগ শেষ করলেও ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেইন।

২০১৯ সালে সঙ্গী হয় চ্যাম্পিয়নস লিগ পরাজয়ের হতাশা। সেবার লিভারপুলের কাছে টটেনহামের হার ২-০ ব্যবধানে। ২০২১ সালে আবারও লিগ কাপ ফাইনালে হার, এবার ম্যানচেস্টার সিটি কাছে ১-০ গোলে। একই বছর ঘরের মাঠে ইংল্যান্ডের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপে খুব কাছে গিয়েও হতাশা সঙ্গী কেইনের। ওয়েম্বলিতে ইতালির কাছে টাইব্রেকারে হার ইংলিশদের। পরের ইউরোতেও ফাইনালে ইংল্যান্ড, কিন্তু এবারও অপেক্ষা ফুরায়নি কেইনের। স্পেনের কাছে হার ২-১ গোলে। তাতে কেইনের গোলের মোড়ানো ক্যারিয়ারে শুধু অপেক্ষা বেড়েই চলে।

এবার লিগে ২৮ ম্যাচে ২৪ গোল করেছেন ৩১ বছরের এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ৩৬টি। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বায়ার্ন। দলটির সব মনোযোগ এখন লিগ ঘিরে। পরের দুটি ম্যাচ জিতলেই বায়ার্নের শিরোপা পুনরুদ্ধারের সঙ্গে অপেক্ষা ফুরাবে কেইনের। এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের জন্য দিন গণনা ইংলিশ ফরোয়ার্ডের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন