English

35 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
- Advertisement -

সাবিনা-ঋতুপর্ণাসহ বিদেশি লিগ খেলবেন আরও ৪ জন

- Advertisements -

নাসিম রুমি: ১৫ এপ্রিল থেকে ভুটানে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লীগ। সেই লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমারা আগেই নাম লিখিয়েছেন। এবার পারো এফসিতে খেলার কথা জানা গেছে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমার।

এ নিয়ে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হব। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন।’ গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। পারো এফসিতে বাংলাদেশের চার ফুটবলারের চুক্তি চার মাসের। প্রত্যেকেই প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানী পাবেন।

বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজনের এজেন্ট হিসেবে কাজ করেন নিলয় বিশ্বাস। তিনিই মূলত ভুটানে সাবিনাদের খেলার বিষয়টি দেখভাল করেছেন। তিনি সাবিনাদের চুক্তি ও ভুটানের লিগে খেলার বিষয়ে বলেন, ‘ঢাকা থেকে থিম্পু আসা-যাওয়া এবং সেখানকার সকল ব্যয়ই ক্লাবের। প্রায় চার মাস ধরে লিগ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার আইন অনুসারে ক্লাব তাদের ছাড়বে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন