সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন ভারতের ডি গুকেশ। শেষ গেমে চিনের ডিং লিরেনকে হারিয়েছেন ১৮ বছরের এই তরুণ। চীনা প্রতিপক্ষের বিরুদ্ধে গুকেশের জয় এসেছে ৭.৫-৬.৫ গেমে।
১৩ ম্যাচ শেষে সমান পয়েন্ট ছিল ডিং লিরেন ও গুকেশের। বৃহস্পতিবার ১৪তম ম্যাচে নেমেছিলেন তারা। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছাবে, জিতবে সে-ই। সেই প্রতিযোগিতায় গুকেশের সঙ্গে পারেননি ডিং লিরেন। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আবেগে কেঁদে ফেলেন গুকেশ।
ভারতের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেছেন গুকেশ। একই শহরে জন্ম হয়েছিল সাবেক বিশ্বচাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের। গুকেশের বাবা পেশায় ডাক্তার। মা একজন মা মাইক্রোবায়োলজিস্ট। সাত বছর থেকে দাবা খেলা শুরু করা গুকেশ জিতেছিলেন অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা।
গুকেশ গ্র্যান্ড মাস্টার হওয়ার খেতাব অর্জন করেন মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে। যা ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে ও বিশ্বে দ্বিতীয় কনিষ্ঠতম হিসেবে গ্র্যান্ড মাস্টার হওয়ার ঘটনা। সবচেয়ে কম ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন রাশিয়ার সের্গে কারজাকিন।
গুকেশের আগে ভারতীয়দের মধ্যে ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন আনন্দ। তার একাডেমিরই ছাত্র গুকেশ। দারুণ প্রতিভাধর এই দাবাড়ু ২০২২ সালে অলিম্পিয়াডে একক বিভাগে জিতেছিলেন সোনা ।