English

26 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

রেফারিকে ‘কাপুরুষ’ বলায় শাস্তি হতে পারে মেসির!

- Advertisements -

নাসিম রুমি: প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেদিন আর্জেন্টিনার হারের পাশাপাশি রেফারিকে শাসিয়ে আলোচনায় আসেন লিওনেল মেসিও। কড়া ফাউল করার পরও প্রতিপক্ষ খেলোয়াড়কে কার্ড না দেখানোতেই মূলত ক্ষেপে গিয়েছিলেন মেসি। এমনকি রেফারির দিকে আঙুল তুলে উত্তেজিত ভঙ্গিতে কথা বলতেও দেখা যায় তাকে। সেই ঘটনার পর এবার রেফারির উদ্দেশে মেসি কী বলেছিলেন, তা–ও জানা গেছে।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ঘটনার শুরু ৩৩ মিনিটে। বাজে একটি ফাউলের কারণে এ সময় হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে। তবে এই সতর্কবার্তাতেও কাজ হয়নি। চার মিনিট পর আরও ফাউল করে বসেন আলদেরেতে। এবার তার শিকার ছিলেন মেসি। তবে আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো।

এই ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি মেসির। বিরতিতে যাওয়ার সময় মাঠেই ঝেড়েছেন রাগ। সে সময় মেসি রেফারিকে কী বলেছিলেন, সেটাই এবার সামনে এসেছে। ক্রীড়াবিষয়ক পোর্টাল এসবিএস স্পোর্টস জানিয়েছে, মেসি সে সময় আঙুল তুলে দারাঙ্কোর উদ্দেশে বলেছিলেন, ‘তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।’

এর মধ্যে আরেকটি খবর হচ্ছে এমন আচরণের কারণে শাস্তির মুখেও পড়তে পারেন মেসি।

এদিকে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেক কিছু বলতে পারি, কিন্তু তা অজুহাত মনে হবে। মাঠে কী ঘটেছে, আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ তিনি আরও বলেন, ‘এসব থেকে আমি অনেক কিছু শিখেছি। অজুহাত দিয়ে কোনো কিছু প্রমাণ করা যায় না, তাই এসব ভুলে যেতে হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন