English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ফুটবল পন্ডিতদের চোখে ভিনি নাকি রদ্রি ব্যালন ডি’অর জয়ে এগিয়ে

- Advertisements -
দুয়ারে কড়া নাড়ছে আরেকটি ব্যালন ডি’অরের পুরস্কার। আজ রাতে প্যারিসের থিয়েটার দু শাতেলেতে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি দেওয়া হবে সেরা খেলোয়াড়ের হাতে। পুরস্কারটি জয়ে এবার এগিয়ে আছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রি। ভোটাভুটির মাধ্যমে কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের পুরস্কারটি সেটাই এখন দেখার বিষয়।
দীর্ঘ ২১ বছর পর এবারই প্রথম বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায় জায়গা পাননি। তাদের ছাড়াই আজ বিশ্বফুটবলের নতুন স্টার নির্বাচিত হবে। তবে নাম জানার আগে আলোচনা থেমে নেই বিশ্লেষকদের মধ্যে। ভিনি-রদ্রিতে বিভক্ত হয়েছেন কোচ, ক্রীড়া বিশ্লেষক বা ফুটবল পন্ডিতরা।
চলুন দেখে নেওয়া যাক কে কাকে এগিয়ে রাখছেন-
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘পুরস্কারটি রদ্রি জিতলে আমরা খুব খুশি হব। পুরস্কার তার প্রাপ্য। তবে আরেকজনেরও হয়তো এটা প্রাপ্য।  হবে তো ভোটাভুটি।
নিজের শিষ্য ভিনিসিয়ুসের পক্ষে বাজি ধরেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, ‘ভিনিসিয়ুস ব্যালন ডি’অর জিততে যাচ্ছে। আজ রাতে (বরুসিয়ার বিপক্ষে হ্যাটট্রিক) যা করেছে এর জন‍্য নয়, গত বছর যা করেছে। রাতের তিন গোল আগামী বছরের ব‍্যালন ডি’র জিততে সহায়তা করবে।’

ইউরোপিয়ন ফুটবল সাংবাদিক মিনা রজৌকি বেছে নিয়েছেন ভিনিসিয়ুসকে।

তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়ুস পার্থক্য তৈরি করে দিয়েছে। সুতরাং নিশ্চিতভাবেই তাকে বেছে নিবে। হার-জিতে পার্থক্য তৈরি করেছে। এই বছর পার্থক্য গড়ার কারিগর হিসেবে ভিনি অথবা জুড বেলিংহামকে বেছে নিতে হবে। তবে আমার মত ভিনি।’

ফ্রান্স ফুটবল সাংবাদিক জুলিয়েন লরেন্স কিলিয়ান এমবাপ্পেকে সেরা খেলোয়াড় বললেও ব্যালন ডি’অর রদ্রির হাতে দেখতে চান। ভিনি এবং বেলিংহামের মতোই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রি। সেরা খেলোয়াড়েরা যা করে ঠিক তাই। জানি সে গোল করতে পারেনি, তবে ড্রিবল এবং কৌশলে এগিয়ে। তার পজিশনে বর্তমানে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড়। গত কয়েক বছর ধরে সে ক্লাব এবং দেশের জন্য অবিশ্বাস্য কিছু করেছে। সে অন্য যে কারও থেকে ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে এগিয়ে।’

ভিনিসিয়ুসের পক্ষে মত দিয়েছেন বেলজিয়াম ফুটবল বিশ্লেষক ক্রিস্তোফ তেরেউর। তিনি বলেছেন, ‘তারকা ফুটবলের সময় শেষ। আপনার কাছে এখন নতুন তারকারা আছে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে সত্যি খুব একটা ভালো করতে পারেনি। তবে আমার মত ভিনি।’

অন্যদিকে স্প্যানিশ ফুটবল বিশ্লেষক গুইলাম বালাগের বাজি রদ্রির ওপর। তিনি বলেছেন, ‘ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে যা প্রয়োজন তার সবকিছুই করেছে রদ্রি। আনসাং হিরোকে পুরস্কারটি দেওয়ার এটা একটা দারুণ সুযোগ।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের হয়ে ৪৯ ম্যাচে ২৬ গোল করেছেন ভিনি। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। ব্রাজিলের হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও রিয়ালের হয়ে জিতেছেন ৩টি। চ্যাম্পিয়নস লিগের সঙ্গে জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

অন্যদিকে ম্যানচেস্টার সিটি ও স্পেনের হয়ে ৬৩ ম্যাচ খেলেছেন রদ্রি। ১২ গোলের সঙ্গে সহায়তা করেছেন ১৬টিতে। উভয় দলের হয়ে মোট ৪টি শিরোপা জিতেছেন। সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের সঙ্গে স্পেনের হয়ে ইউরো জিতেছেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন