নাসিম রুমি: পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি সানিয়া মির্জা। তবে শোয়েব মালিক ২০২৪ এ গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। এবার দ্বিতীয়বার বাবা হতে চলেছেন শোয়েব মালিক, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
সানা জাভেদ সম্প্রতি একটি পাকিস্তানি অনুষ্ঠানের রমজানের বিশেষ পর্বে উপস্থিত হয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হওয়া একটি ক্লিপে, সানাকে কিছু খাবার দেখে অসুস্থ বোধ করতে দেখা যায়। এর ফলে ভক্তরা অনুমান করেন যে তিনি গর্ভবতী।
গর্ভাবস্থার প্রথম দিকে এটি ঘটে বলে অনেকে মনে করেন। গর্ভাবস্থায় এই ধরণের প্রতিক্রিয়া সাধারণ বলেও মন্তব্য করেন নেটিজেনরা।
ভাবা হচ্ছে খুব শিগগিরই আবারও বাবা হতে চলেছেন শোয়েব মালিক। তবে এইসব জল্পনা শোয়েব-সানা দুজনেই স্বীকার বা অস্বীকার করেননি এবং গুন্জনের উভয় কোন প্রতিবাদ করেননি।