জাপানের শীর্ষ সুমো কুস্তিগীর হাকুহো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরমার্শ অনুসরণ করছেন।
মঙ্গলবার জাপানের সুমো অ্যাসোসিয়েশনের (জেএসএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গোলীয় বংশোদ্ভূত হাকুহো দেশটিতে সবচেয়ে বেশিদিন শীর্ষস্থানে থাকা সুমো তারকা। সম্প্রতি তিনি গন্ধের অনুভূতি হারিয়ে ফেলেন। এরপর করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। তিনি এখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।
আগামী ১০ জানুয়ারি জাপানে নতুন বছরের সুমো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঠিক তার পাঁচ দিন আগেই দেশটির সেরা সুমো তারকা হাকুহো করোনায় আক্রান্ত হলেন। তবে এ কারণে প্রতিযোগিতা বাতিল করা হবে কিনা সে বিষয়ে জাপানের সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ) কিছু জানায়নি।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে শারীরিক অন্যান্য জটিলতায় মারা যান ২৮ বছরের সুমো কুস্তিগীর শোবুশি।