নাসিম রুমি: চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের কমেন্ট্রি প্যানেল ঘোষণা করেছে আইসিসি। তারকায় ঠাসা এই তালিকায় বিশ্বের নামী ধারাভাষ্যকারদের পাশাপাশি সাবেক ক্রিকেটাররাও রয়েছেন। তবে বাংলাদেশের কণ্ঠস্বর হিসেবে একমাত্র জায়গা করে নিয়েছেন আতহার আলি খান।
১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের সম্প্রচার নিশ্চিত করতে আইসিসি টিভি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি ম্যাচের লাইভ সম্প্রচার ছাড়াও থাকছে পূর্ববর্তী বিশ্লেষণ, ইনিংস বিরতির আলোচনা এবং ম্যাচ পরবর্তী মূল্যায়ন।
দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে আইসিসি টিভির সম্প্রচারে থাকছেন বিশ্বখ্যাত ধারাভাষ্যকাররা। কমেন্ট্রি বক্স মাতাবেন নাসের হুসেন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ। বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের মধ্যে থাকবেন রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেডেন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কার। সাবেক তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, কেটি মার্টিন, শন পোলক, আতহার আলি খান ও ইয়ান ওয়ার্ড।
এছাড়া ধারাভাষ্য প্যানেলে আছেন ক্রিকেটের পরিচিত কণ্ঠস্বর হার্শা ভোগলে, মাইকেল আথারটন, ম্পুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু ও সাইমন
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বাংলাদেশি ধারাভাষ্যকারের অংশগ্রহণ ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের বিষয়। আতহার আলি খানের উপস্থিতি বাংলাদেশের ক্রিকেটের প্রতি বৈশ্বিক স্বীকৃতিরই প্রমাণ বহন করে।