English

28 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
- Advertisement -

গোল মিস না হলে অবশ্যই আমরা জিততাম: হামজা চৌধুরী

- Advertisements -

নাসিম রুমি: খেলা শেষে সংবাদমাধ্যমের ভিড় ছিল মিক্সড জোনে। বাংলাদেশের গাড়ি অপেক্ষায় রয়েছে প্লেয়ারদের তুলে নেবে। বাস ঘিরে কড়া নিরাপত্তা। কাউকে মুভ করতে দিচ্ছে না। মিক্সড জোনে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা যায়। যদি তারা শোনেন। সবার আগ্রহ হামজা চৌধুরীর দিকে। কখন আসবেন সেই অপেক্ষায়।

অধিনায়ক জামাল ভূইয়াকে মাঠে নামাননি কোচ হ্যাভিয়ের কাবরেরা। স্ট্যান্ডবাই ফুটবলার পাঁচটা পরিবর্তন করেন কোচ। সেখানেও জামাল ছিলেন না। মিক্সড জোন দিয়ে বেরিয়ে যাওয়ার সময় জামালকে সাংবাদিকরা ডেকেছিলেন। কিন্তু মনমরা জামাল ফিরেও তাকাননি। পেছনে এসেছেন তপু, জামালের আর্মব্যান্ড নিয়ে নেমেছিলেন তপু। ভারতকে গলা চেপে ধরার সুযোগ পেয়ে তপুও রক্ষণ ছেড়ে ভারতের রক্ষণে এসেছিলেন। আবার ফিরে গিয়ে রক্ষণ সামাল দিয়েছেন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২২ মিনিটে তপুকে মাঠ ছাড়তে হয়। সবার ভিড় ঠেলে তপু বর্মণ মিক্সড জোন দিয়ে যাওয়ার সয়ম ইত্তেফাকের প্রশ্নে জানিয়ে গেলেন তার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল। তপু বলেন, ‘আমাদের জেতা ম্যাচ ছিল।’ তপুকে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয়। অনেক দিন পর মাঠে নামা তারিক কাজী ভালো পারফরম্যান্স করেছেন। হাসি দেখিয়ে কথা না বলে চলে গেলেন। সহকারী কোচ হাসান আল মামুনের হাসিমুখ দেখে বুঝা গেল তারা খুশি।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবলাররা এত পাওয়ারফুল ফুটবল খেলতে দেখা যায়নি। খেলার শুরুতে যেভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। বেরিয়ে যাওয়ার সব শেষে প্রাণভোমরা হামজা চৌধুরী মিক্সড জোনে এলেন। তাকে নিয়ে হাজারো প্রশ্ন কিন্তু কাকে রেখে কাকে জবাব দেবেন তিনি। ম্যাজ জিতে পারিনি সেটা জানিয়ে গেলেন হামজা। ‘গোল মিস না হলে অবশ্যই আমরা জিততাম।’ মন খারাপ হয়েছে কি না-প্রশ্নে হামজা বলেন, ‘না না না। ইটস অ্যা ব্যাড ডে।’ হামজা লন্ডন চলে যাবেন। যাওয়ার আগে বাংলাদেশের মানুষকে ঈদ মোবারক জানিয়ে গেলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন