বার্সেলোনা ও স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল ২০২৫ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস, যা খেলার জগতের অস্কার হিসেবে পরিচিত, সেখানে বর্ষসেরা উদীয়মানের পুরস্কার জয় করেছেন। সোমবার মাদ্রিদে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে মাত্র ১৭ বছর বয়সেই এই সম্মান অর্জন করেন ইয়ামাল।
এই মৌসুমে বার্সেলোনার সাফল্যে ইয়ামালের অবদান অসামান্য। লা লিগায় তিনি করেছেন ছয়টি গোল এবং করেছেন বারোটি অ্যাসিস্ট। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন তিনটি গোল। বার্সার হয়ে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ইয়ামালের দুর্দান্ত ফর্মে বার্সেলোনা কোপা দেল রে ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠেছে, যেখানে দলটি এখনো সম্ভাব্য চারটি শিরোপার দৌড়ে রয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনেও ইয়ামাল নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে মাত্র ১৬ বছর বয়সে মাঠে নেমে স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন তিনি। এবং অবাক করা বিষয় হলো, ১৭তম জন্মদিনের ঠিক পরদিনই ইউরো চ্যাম্পিয়ন হন তিনি, যা তাকে বিশ্বের ক্রীড়ামঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
বর্ষসেরা উদীয়মান তারকার জন্য ইয়ামাল ছাড়াও আরও মনোনয়ন পেয়েছিলেন ট্র্যাক অ্যাথলেট জুলিয়েন অ্যালফ্রেড, সাঁতারু সামার ম্যাকইনটস, স্প্রিন্টার লেটসিলে তেবোগো এবং এনবিএ তারকা ভিক্টর ওয়েমবানইয়ামা। তবে তাদের সবাইকে পেছনে ফেলে ইয়ামালই জয়ী হন।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ পেয়েছে ‘লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার’ পুরস্কার। গত মৌসুমে তারা জিতেছে রেকর্ড ৩৬তম লা লিগা শিরোপা, ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ইউরোপিয়ান সুপার কাপ এবং প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। এছাড়াও রাফায়েল নাদাল জিতেছেন আইকন পুরস্কার।