English

17 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
- Advertisement -

এচেভেরি-ক্যারিজোর জোড়া গোলে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়

- Advertisements -

নাসিম রুমি: গতকাল রাতে তুমুল লড়াই হলো দুই দলের মাঝে। শেষ পর্যন্ত জয়ের মালা পড়ল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উরুগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে মেসির উত্তরসূরীরা। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর ফাইনাল পর্বে তারা তুলে নিল টানা দ্বিতীয় জয়। জোড়া গোল করেছেন ম্যান সিটি তারকা এচেভেরি আর ক্যারিজো।

ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোলটি আদায় করে নেয় আর্জেন্টিনা। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে ক্লওদিও এচেভেরিকে পাস দেন মাহের ক্যারিজো। বক্সে ঢুকে এচেভেরি উরুগুয়ের দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ান জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে এচেভেরি পেনাল্টি এরিয়া থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পর ৫২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আগের দুই গোলে অ্যাসিস্ট করা ক্যারিজো। অনেক চেষ্টার পর ৬০তম মিনিটে একটি গোল শোধ করেন উরুগুয়ের হোয়াকিন লাভেগা। ৮ মিনিট পর এচেভেরির পাস থেকেই নিজের দ্বিতীয় গোলটি করেন ক্যারিজো। ৬৯তম মিনিটের মধ্যে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে একপ্রকার জয় নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। এরপরই জমে ওঠে লড়াই।

৭৫তম মিনিটে আগাজির ক্রস গোলমুখে পেয়ে আলতো ছোঁয়ায় জালে পাঠান উরুগুয়ের লাভেগা। এর ১১ মিনিট পর কোর্দেরোর পাস বক্সে পেয়ে পিকার্দো স্কোরলাইন ৪-৩ করে ফেলেন। ম্যাচের নির্ধারিত সময়ের তখনো ৪ মিনিট বাকি ছিল। বাকি সময়টুকুতে আর্জেন্টিনা শক্তিশালী রক্ষণ গড়ে তোলে। তাতে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী নীল জার্সিধারীরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন