নাসিম রুমি: একটু একটু করে খোলস ছেড়ে বেরিয়ে আসছিলেন কিলিয়ান এমবাপ্পে। আগের ম্যাচে জোড়া গোল করে দাবি করেছিলেন, ‘মানিয়ে নিতে পেরেছেন’ রিয়াল মাদ্রিদে। তিনিই যে সত্যিই মানিয়ে নিয়ে খুশি তাই প্রমাণ করলেন গতরাতে গ্যালাকটিকোসদের হয়ে প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে। ফরাসি এ তারকার উড়ন্ত দিনে ৩-০ গোলে রিয়াল ভায়াদোলিদকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ।
এমনিতেই ভায়াদোলিদকে পেলে বেশ চাঙ্গা থাকে রিয়াল। থাকাটাই স্বাভাবিক, এই ম্যাচসহ গত ৭ ম্যাচ ধরে ভায়াদোলিদকে ঘরে-বাইরে সবখানে হারিয়ে আসছে তারা। ২০০৮ সালের নভেম্বরে সবশেষ ভায়াদোলিদের কাছে হেরেছিল রিয়াল।
এমবাপ্পে দুই অর্ধে করেন দুটি গোল। ৩০ মিনিটে বেলিংহামের ও ৫৭ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্ট থেকে জালভেদ করার পর যোগ করা সময়ে পেনাল্টি থেকে পূর্ণ করেন স্বপ্নের ক্লাবের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক। এ জয়ে আতলেতিকোর চেয়ে টেবিলে এমবাপ্পেরা এগিয়ে গেলেন ৪ পয়েন্টে। ২১টি করে ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৪৯, আতলেতিকোর ৪৫। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ৩৯।