English

26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

‘হ্যাঁ, আমি সমকামী’: সমালোচকদের জবাব সারা টেলরের

- Advertisements -

গত কয়েকদিন ধরেই সোশ্যাল সাইটে তুমুল আলোচনা চলছে ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার সারা টেলরকে নিয়ে। সম্পরতি তার বান্ধবী গর্ভবতী হয়েছেন। সেই খবর সারা টুইটারে প্রকাশ করার পর থেকেই এক শ্রেণির লোকজন তাকে আক্রমণ করে। নানাভাবে তাকে হেনস্থা করা হয়। শেষ পর্যন্ত আরও দুটি টুইট করেন সারা। যার একটিতে তিনি নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দিয়েছেন।

ঘটনার শুরু গত ২২ ফেব্রুয়ারি সারার টুইট থেকে। সেই টুইটে বান্ধবীর সঙ্গে প্রেগন্যান্সি টেস্ট কিট আর আল্ট্রাসনোগ্রামের ছবি পোস্ট করেছেন সারা। ক্যাপশনে লেখা ছিল, ‘আমার সঙ্গীর সবসময় ইচ্ছা ছিল মা হওয়ার। এই পথটা খুব সহজ ছিল না কিন্তু সে কখনো হাল ছাড়েনি। আমি জানি সে সবচেয়ে সেরা মা হবে এবং এই সময়ে তার পাশে থাকতে পেরে আমি খুব খুশি। আরও ১৯ সপ্তাহ বাকি এবং জীবন বদলে গেছে।’

এরপরই সারাকে নিয়ে সোশ্যাল সাইটে সমালোচনা শুরু হয়। আর চুপ থাকতে পারেননি সারা। তিনি আরও একটি টুইটে লিখেন, ‘হ্যাঁ আমি লেসবিয়ান। সেটা অনেকদিন ধরেই। তবে জানতাম না যে সবাইকে এত প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আমার সঙ্গীর সঙ্গে সুখে আছি এবং ভালোবাসা উপভোগ করছি। সব পরিবারই আলাদা চিন্তাভাবনা রাখে। আমি আলাদা চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছি। যে জিনিসটা তোমাকে ভালো থাকার জন্য সাহায্য করে সেটাই করা উচিত বলে আমি মনে করি।’
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন