হতাশার এক নিউজিল্যান্ড সফর শেষ করলো পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজে একটি জয়ের দেখা পেলেও ওয়ানডেতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। হোয়াইটওয়াশ হওয়ার পর অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার খুশদিল শাহ।
শনিবার (৫ এপ্রিল) মাউন্ট মঙ্গুনুইতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৪৩ রানে হেরেছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলে স্বাগতিকেরা। জবাবে ২২১ রানে অলআউট হয় পাকিস্তান।
ম্যাচ হারের পর ভক্তদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন খুশদীল। কিছু সমর্থক বাউন্ডারি লাইনে তার ও পাকিস্তান দলের সমালোচনা করছিলেন। এ সময় মেজাজ হারিয়ে তেড়ে যান।
এক পর্যায়ে এক নিরাপত্তাকর্মীকে এগিয়ে এসে খুশদীলকে শান্ত করেন। সেই মুহূর্তের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে এবং তা ইতোমধ্যেই ভাইরাল হয়ে যায়।