নাসিম রুমি: আর্জেন্টিনাকে পেছনে ফেলে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্রাজিল। রবিবার রাতে তারা চিলিকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। পরের ম্যাচে প্যারাগুয়ের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। এই নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ১৩তমবার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টটির ট্রফি জিতল সেলেসাওরা।
ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ব্রাজিল বেশ চাপে ছিল। তবে ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে। ব্রাজিলের হয়ে গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস। এই জয়ের ফলে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি (+৪) গোলেও এগিয়ে থাকে ব্রাজিল।
এরপর সোমবার ভোরে একই মাঠে খেলতে নামে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। শিরোপা জিততে ৪ গোলের ব্যবধান নিশ্চিত করতে হতো আর্জেন্টিনার। কিন্তু প্রথমার্ধেই তারা ১-০ গোলে পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচই হেরে গেছে আর্জেন্টিনা। এতে গোল ব্যবধানে নয়, ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা জিতেছে আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে আসর শুরু করা ব্রাজিল।