দুটি ম্যাচের জয়ের লক্ষ্য নিয়ে ভূটানে গিয়ে শেষ ম্যাচটি হেরেছে বাংলাদেশ। হারের চেয়েও খেলার ধরণে খুশি নন সমর্থকরা। বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য বলছেন আরেকটু উন্নতি করতে হবে।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ ব্যবধানে।
দ্বিতীয় ম্যাচে ভুটান সেই একই ব্যবধানে জিতে প্রতিশোধই নিল। হাভিয়ের কাবরেরার দল একপর্যায়ে ড্রয়ের লক্ষ্যে খেলতে থাকলেও শেষ পর্যন্ত স্বাগতিক দলকে আর আটকে রাখতে পারেনি। যোগ করা সময়ে বদলি নামা ভূটানি ফরোয়ার্ড কিংমা ওয়াংচুং জাল খুঁজে নিলে বাংলাদেশের সঙ্গী হয় এক গোলের হারের বিষাদ।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে কাবরেরা বলেছেন,’এখানকার ভালো কন্ডিশনে আমরা প্রস্তুতি নিতে পেরেছি।
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খেলাও দলের জন্য ভালো। আমার কাছে, সবসময় খেলার মধ্যে থাকা দলের জন্য ভালো এবং সব উইন্ডোতে আমাদের এই লক্ষ্য থাকে। এখন আমাদের খেলায় আরেকটু উন্নতি করতে হবে।’
প্রথম ম্যাচ হারায় আজ জয়ের জন্য মরিয়া ছিল ভূটান।