নাসিম রুমি: ভারতের মেঘালয় প্রদেশের শিলংয়ে আজ সকালটা বেশ সুন্দর। বাংলাদেশ দলের সফরের শুরুতে সেখানকার আবহাওয়া বৈরি থাকলেও তা সময়ের সঙ্গে সঙ্গে ভালোর দিকেই এগিয়েছে।
এই শহরের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
দলে হামজা চৌধুরী যুক্ত হওয়ায় আশার পালে হাওয়া লেগেছে সফরকারীদের। আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার দিকে তাকিয়ে আছে পুরো দেশ।
শুধু দেশের মানুষ নয়, হামজার প্রতি নজর প্রতিপক্ষেরও। সমর্থকদের মনে প্রশ্ন, আজ কি জয় দিয়ে নিজের অভিষেক রাঙাতে পারবেন হামজা?
সিলেটের ছেলে হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর থেকেই পুরো দেশের ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
তবে গতকাল ঘটে এক অনাকাঙ্খিত ঘটনা। দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেন। সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হয় তাকে। পুরো দেশের প্রার্থনায় অবস্থার উন্নতি হয়েছে তার। গতকাল নিজেদের অনুশীলনেও তামিমের জন্য দোয়া করেন হামজা-জামালরা। আগের চেয়ে কিছুটা সুস্থ তামিম। এগিয়ে যাচ্ছেন ভালোর দিকে।
আজ বাংলাদেশের প্রার্থনায় তামিম ইকবালের সুস্থতার পাশাপাশি বালাদেশের জয়। ২০ বছরের বেশি সময় ধরে ভারতের বিপক্ষে জয়ের দেখা মেলেনি বাংলাদেশের। আজ সেই জয় খরা কাটাতে চায় বাংলাদেশ। কারণ এর জন্য তাদের টনিক হবে হামজা ম্যাজিক। আজ পুরো দল নিয়ে ভারতের বিপক্ষে চড়াও হতে হবে হামজাদের।
ভারতের মাঠে দুই দলের সর্বশেষ সাক্ষাতের স্মৃতি বাংলাদেশের জন্য অম্ল-মধুর। ২০১৯ সালে কলকাতার সল্টলেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পথে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ ড্র করেছিল। এর আগে ভারতের মাটিতে ২০১৪ সালে ২-২ ড্র নিয়ে ফিরেছিল বাংলাদেশ।
পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। সেখানে ভারতের আধিপত্য স্পষ্ট, ১৬টি জয় তাদের। বাংলাদেশের জয় মাত্র ৩টি। বাকি ১২ ম্যাচ ড্র। এছাড়া ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে প্রতিবেশি দেশটি। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৫, সেখানে ভারত আছে ১২৬-এ। তবে ফুটবল মাঠে র্যাংকিংয়ে কখনও কোনো দলকে এগিয়ে রাখতে পারে না বলে মনে করেন দুই দলের কোচই।
আজ জয়-পরাজয়-র্যাংকিংয়ে সব ছাপিয়ে হিসেব নিকেশ বদলে দিতে পারেন হামজা চৌধুরী। ক্রীড়াঙ্গনের মন খারাপের একদিনে স্বস্তি ফিরে আসতে পারে। আজ আশায় বুক বাঁধা যায় কেটে যাবে সব শঙ্কার কালো মেঘ।